অনুমোদনের তোয়াক্কা না করেই তার তৈরি করে এনইসি সুপার অ্যান্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ

নগরে অনুমোদনহীন একটি তামা কারখানায় অভিযানে চালিয়ে ৭৬৮ কেজি লোহা, প্লাস্টিকের ববিন ও তামার তারসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭।

রোববার (১৩ ফেব্রুয়ারি) নগরের পাঁচলাইশ থানার সঙ্গীত জাঙ্গাপাড়া হামজারবাগ এলাকার এনইসি সুপার অ্যান্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

আটক মো. ওমর ফারুক (৪৫) ভূজপুর নোয়াপাড়া সুয়ারবিল এলাকার মৃত নুর বক্সের ছেলে।

আরও পড়ুন: ‘তেলের নামে বিষ’—অনুমোদন ছাড়াই রমরমা বাণিজ্য ‘নুর সয়াবিনের’

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের পাঁচলাইশ থানার সঙ্গীত জাঙ্গাপাড়া হামজারবাগ এলাকায় এনইসি সুপার অ্যান্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিএসটিআই অনুমতি ছাড়া লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছিল। এ অভিযোগে কারখানায় অভিযান চালিয়ে ৭৬৮ কেজি প্লাস্টিকের তৈরি ববিন ও তামার তার উদ্ধার করা হয়েছে। আটক করা হয় এক যুবককে।

Yakub Group

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক অবৈধভাবে তামার তার তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm