নগরের চান্দগাঁও এলাকায় ‘অজানা অভিমানে’ এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুন) রাত ১২টায় মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে চমেক হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
নিহত কিশোরীর নাম সামিয়া আক্তার (১১)। সে চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় চাঁদের বাড়ির মো. নাছির উদ্দিনের কন্যা।
সামিয়া আক্তারের বাবা নাছির উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা রয়েছে। তাই সে ওড়না দিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। সে আগেও আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চান্দগাঁও থেকে মুমূর্ষু অবস্থায় সামিয়া নামে এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে তার বাবা। কর্তব্যরত চিকিৎসক তার আগেই মৃত্যু হয়েছে বলে জানায়। লাশ মর্গে পাঠানো হয়েছে।’
আরবি