কর্ণফুলীতে ভেজাল জর্দা কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় তৈরি অনুমোদনহীন জর্দা পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা এলাকার শাহ ছমিয়ানগর বাজারে ইউসুফ জর্দা কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
আরও পড়ুন: ৭ ব্যক্তির কাঁধে চসিকের অর্থদণ্ড
ইউএনও শাহিনা সুলতানা আলোকিত চট্টগ্রামকে বলেন, দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন ভেজাল জর্দা তৈরি, মজুত ও বাজারজাত করার অপরাধে ইউসুফ জর্দা কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুড়িয়ে ফেলা হয়েছে কারখানায় তৈরি জর্দা।