‘করোনা’—চট্টগ্রামে আরও দীর্ঘ মৃত্যুর মিছিল, শনাক্তের রেকর্ড টিকল না ২ দিনও

চট্টগ্রামে করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। মাঝখানে একদিনের ব্যবধানে ফের ভেঙেছে শনাক্তের রেকর্ড। দীর্ঘ হচ্ছে করোনা রোগীর মৃত্যুমিছিলও।

বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৫১৫ নমুনা পরীক্ষায় রেকর্ড ১ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৫৮ জন নগরের এবং ৪৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১৭ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৮ জন ও উপজেলার ৯ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪৯ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭৯ হাজার ৭৫১ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: করোনা—উত্তর চট্টগ্রামের ‘আতঙ্ক’ দক্ষিণেও, ‘নতুন’ হটস্পট ২ উপজেলা

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২ নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৬৯৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৯৯ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩ নমুনা পরীক্ষায় ১৫০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭৩ নমুনা পরীক্ষায় ১০৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ নমুনা পরীক্ষায় ২ জন, এন্টিজেন টেস্টে ১০০৬ নমুনা পরীক্ষায় ৩৫৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২১৮ নমুনা পরীক্ষায় ১০৪ জন, শেভরনে ৩৫৩ নমুনা পরীক্ষায় ১১৩ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৩ নমুনা পরীক্ষায় ১২ জন, মেডিকেল সেন্টারে ৭০ নমুনা পরীক্ষায় ৩৪ ও এপিক হেলথ কেয়ারে ২৩১ নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৩৭ জন, সাতকানিয়ার ২৭ জন, বাঁশখালীর ২৫ জন, আনোয়ারার ৪১ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ৩৩ জন, বোয়ালখালীর ৩২ জন, রাঙ্গুনিয়ার ৪২ জন, রাউজানের ৬৯ জন, ফটিকছড়ির ৭৮ জন, হাটহাজারীর ৩৫ জন, সীতাকুণ্ডের ১৭ জন, মিরসরাইয়ের ৭ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৩ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!