নতুন সিদ্ধান্ত—বিধিনিষেধ বাড়ল আরও ৭ দিন

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া বিধিনিষেধ শেষ হবে পরশু বুধবার (৭ জুলাই) মধ্যরাতে। তবে এর আগেই আরও ৭ দিন বাড়িয়ে বিধিনিষেধ নিয়ে নতুন ঘোষণা দেওয়া হলো।

সোমবার (৫ জুলাই) বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে।

প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় আগের বিধিনিষেধের সঙ্গে নতুন কিছু শর্ত যোগ করে সোমবার (২৮ জুন) থেকে তিনদিনের বিধিনিষেধ জারি করা হয়। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে জারি করা হয় এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!