চট্টগ্রামে ভূমি অফিসে ১৪০ পদে চাকরি, যোগ্যতা অষ্টম শ্রেণি-এইচএসসি

চট্টগ্রাম জেলার বিভিন্ন ভূমি অফিসে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম-এইচএসসি পাশে মোট ১৪০ জনকে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা ২৪টি। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

নাজির কাম ক্যাশিয়ার

পদসংখ্যা ১৪টি। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা ১৩টি। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সার্টিফিকেট পেশকার

পদসংখ্যা ১৪টি। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সার্টিফিকেট সহকারী

পদসংখ্যা ১৪টি। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী

পদসংখ্যা ১১টি। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহায়ক

পদসংখ্যা ৫০টি। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২০২১ সালের ১৮ জুলাই প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীকে ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!