চট্টগ্রামে ৩০ বছরের যুবকের ঘরে ৩ কোটি টাকার ইয়াবা

কর্ণফুলী থানা এলাকা থেকে ৯৩ হাজার ৪শ ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় তিন কোটি টাকা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

এর আগে সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কর্ণফুলী থানার বৈরাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম একই উপজেলার বদলপুরা এলাকার মো. ইলিয়াসের ছেলে।

আরও পড়ুন: মাদারবাড়িতে নারী-পুরুষের ইয়াবা বাণিজ্য—ধরল ডিবি

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বৈরাগ এলাকায় একটি বাসায় ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়। পরে তার খাটের নিচে দুটি বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৯৩ হাজার ৪শ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!