হালদার আকবরিয়ায় ভেসে উঠল ১৫ কেজির মরা ডলফিন

হালদা নদী থেকে আবারও একটি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। তবে ডলফিনটির দেহ পচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে হাটহাজারীর আকবরিয়া থেকে ডলফিনের মরদেহটি উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের সহায়তায় এটি মাটিচাপা দেওয়া হয়।

জানা গেছে, ডলফিনটির দৈর্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি।

আরও পড়ুন: ৩ কারণে হালদায় মরছে ‘ডলফিন’

যোগাযোগ করা হলে হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরীয়া জানান, হালদা নদী থেকে আজ (সোমবার) বিকেলে একটি মৃত ডলফিন উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে। এ নিয়ে ৩৩তম ডলফিনের মরদেহ উদ্ধার করা হলো। ডলফিনের দেহ পচে যাওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এ পর্যন্ত হালদা নদী থেকে ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!