হালদায় ফের ভেসে উঠল বড় কাতলা

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ‘প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র’ হালদা নদীতে আবারো বড় কাতলা মা-মাছ ভেসে উঠেছে। পচনধরা মাছটি নদী থেকে উঠিয়ে মাটিচাপা দিয়েছে হালদায় প্রকল্প কাজে নিয়োজিত এনজিও সংস্থা আইডিএফ কর্মকর্তারা।

বুধবার (১০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এর আগে গত ২৫ ও ২৬ জুলাই হালদায় ভেসে উঠেছিল আরও তিনটি কাতলা মাছ। প্রতিটি মাছের ওজন ছিল ৯ থেকে ১২ কেজি।

আরও পড়ুন: যে কারণে হালদায় মরছে মা মাছ—ডলফিন

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত হালদা নদীতে ৩৯টি ডলফিন মারা যায়। হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়াসহ এ নিয়ে গবেষণায় যারা কাজ করছেন তারা মনে করছেন, পানি দুষণ ও বিষক্রিয়ার কারণে মাছগুলো মারা যেতে পারে।

আইডিএফের প্রকল্প ও হ্যাচারি পরিচালক আবদুল্লাহ আন নুর জানান, আজ (বুধবার) সকালে পচনধরা মৃত মাছটি উদ্ধার করা হয়েছে মোবারকখীল এলাকা থেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল আলমের পরামর্শে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এসএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!