হানা দিল জেলা প্রশাসন, চট্টগ্রামে ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি খেতে পারল না ‘রাজবাড়ি হোল্ডিং’

নগরের নাসিরাবাদ এলাকায় ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধার করা জায়গায় টাঙানো হয়েছে সাইনবোর্ড।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫ (পনের) শতক জমি অবাঙালি নেছার আহমদের নামে ছিল। ফলে এটি সরকারি সম্পত্তি হিসাবে ৬২৯ নম্বর খতিয়ানে বিএস জরিপ চূড়ান্ত রয়েছে।

আরও পড়ুন : জঙ্গল সলিমপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল জেলা প্রশাসন

এছাড়া এ জমি নিয়ে ভূমি আপিল বোর্ডের মামলায় সরকারের পক্ষে রায় দেওয়া হয়। তবে আদালদের রায় অমান্য করে রাজবাড়ি হোল্ডিং লিমিটেড নামে এক ডেভেলপার কোম্পানি সেই জমিতে নির্মাণকাজ চালিয়ে যায়।

পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!