হাটহাজারীতে দুদিনেই করোনার ‘সেঞ্চুরি’, বাড়ছে সীতাকুণ্ডেও

চট্টগ্রামে টানা দুদিন ভেঙেছে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। নগরের পাশাপাশি শনাক্ত বাড়ছে উপজেলাগুলোতেও।

জানা যায়, দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে চট্টগ্রামে নগরের চেয়ে উপজেলাগুলোতে শনাক্তের সংখ্যা ছিল তুলনামূলক কম। তবে গত কিছুদিনে সে চিত্র পাল্টেছে। নগরের সঙ্গে পাল্লা দিয়ে শনাক্ত বাড়ছে উপজেলাগুলোতেও।

গত কয়েক সপ্তাহে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড ও রাউজান উপজেলায় করোনা শনাক্ত হয়েছে বেশি।

এরমধ্যে হাটহাজারীতে চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফটিকছড়িতে শনাক্তের হার বাড়তে থাকায় ঘোষণা করা হয় লকডাউন।

নগরের প্রবেশপথের দুই উপজেলা মিরসরাই ও সীতাকুণ্ডেও বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা।

গত দুই দিনে হাটহাজারী উপজেলায় ১০১ জনের করোনা শনাক্ত হয়। একইসময়ে সীতাকুণ্ডে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের।

আরও পড়ুন: চট্টগ্রামের করোনা পরিস্থিতি: রেকর্ড গড়ল পজিটিভ, বাড়ল মৃত্যু

শুক্রবার (৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ১০০ নমুনা পরীক্ষায় ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একইসময়ে মারা গেছেন ১০ করোনা রোগী। এরমধ্যে উপজেলার বাসিন্দা ৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৫ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর ৭ জন, আনোয়ারার ১৯ জন, চন্দনাইশের ৩ জন, পটিয়ার ১৬ জন, বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ২৩ জন, রাউজানের ২৮ জন, ফটিকছড়ির ২০ জন, হাটহাজারীর ৪৩ জন, সীতাকুণ্ডের ৪২ জন, মিরসরাইয়ের ৩৭ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৫ জন।

এরআগে বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৭ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীতে ৫ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের ১৩ জন, বোয়ালখালীতে ১৪ জন, রাঙ্গুনিয়ার ৯ জন, রাউজানের ২৭ জন, ফটিকছড়ির ২০ জন, হাটহাজারীর ৫৮ জন, সীতাকুণ্ডের ৩৩ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৫ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৭৫৪ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬৩ হাজার ৬৯৬ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে এখন লকডাউন চলছে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!