দায়িত্ব নিল চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নতুন কমিটি

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আদেশের পর দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২ মার্চ) সকালে সোসাইটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে দোয়া, খতমে কোরান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী—গঙ্গাস্নান ঘাট কমিটির প্রধান উপদেষ্টা আয়ান শর্মা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আ জ ম নাছির উদ্দীন, কমিটির বর্তমান সভাপতি এএ সাইফুদ্দিন, সহসভাপতি মো. ইদ্রিছ, সম্পাদক মো. আলমগীর পারভেজ, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ, সদস্য মো. জসিমুল আনোয়ার খান, আলাউদ্দিন আলম, এআরএম শামিম উদ্দিন, মো. রাশেদুল আমীন, মো. রাইসুল উদ্দিন সৈকত, এমদাদুল আজিজ চৌধুরী, মো. নুরুল ইসলাম মিন্টু, ব্যবস্থাপনা কমিটির সাবেক সম্পাদক মো. শাহজাহান ও সাবেক সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১’র ফলাফল ছয় সপ্তাহ স্থগিত রাখার আদেশ দেন। আদেশের পরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদে দোয়া, মোনাজাত, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।  

আরও পড়ুন: কাপাসগোলা মহল্লা কমিটি—সভাপতি ইউসুফ, সম্পাদক দেলোয়ার

মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান।

অনুষ্ঠানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, খায়রুল বশর, জিয়াউদ্দিন চৌধুরী, সম্পাদক মো. ইদ্রিছ, কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন, সদস্য মো. সাজ্জাদ, আলাউদ্দিন আলম, মু. সাইফুদ্দিন, শামসুল আলম, নুর মোহাম্মদ, মো. আলী হোসেন চৌধুরী সোহাগ, গোলাম সরওয়ার, জাহাঙ্গীর কবির, মো. মুজিবুল হক সিদ্দিকী, মো. আজম, আনোয়ার হোসেন চৌধুরী মুন্না, মো. শাহজাহান, জামাল উদ্দিন আহাম্মদ, মো. মাকসুদুর রহমান, মো. শাহেদুল আলম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মো. মঈন উদ্দীন খান চৌধুরী শিমুলসহ সোসাইটি এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!