সীতাকুণ্ডে স্কুলের ভেতর লুকানো ছিল ৮ ধারালো অস্ত্র

সীতাকুণ্ডে একটি স্কুলের ভেতর থেকে ৮টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে ৪টি কিরিচ, ১টি এসএস পাইপ ও ৩টি দা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, রেলওয়ে ঢেবার পাড়ের কথাকলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। খবর পেয়ে আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষের শেষদিকে সিলিংয়ের উপর লুকিয়ে রাখা ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে বাস টার্মিনালে যুবক ঘুরছিল অস্ত্র নিয়ে

অভিযানের সময় এলাকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. দিদারুল আলম অ্যাপেলো উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, গত ২২ অক্টোবর ১৫ মামলার আসামি মো. আবু জাফরকে গ্রেপ্তারের পর তার সঙ্গীদের ওপর নজর রাখা হয়। আজ কথাকলি উচ্চ বিদ্যালয়ে অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার খবরে অভিযান চালানো হয়। অভিযানে পূর্ব পাশের একটি কক্ষের সিলিংয়ের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি কিরিচ, ১টি এসএস পাইপ, ৩টি দাসহ মোট ৮টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি দে বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নয়। দীর্ঘদিন ধরে আমার বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের বেড়াগুলো ভাঙা। তাই কেউ খারাপ উদ্দেশ্যে এসব অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রাখতে পারে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!