বাগেরহাটের সাধন—চাঁদপুরের রানী সবাই সীতাকুণ্ডে, শিবচতুর্দশী মেলা জমজমাট

সীতাকুণ্ডে আজ (সোমবার) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা। মেলা উপলক্ষে তীর্থযাত্রীর ঢল নেমেছে। নিরাপত্তা নিশ্চিতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে মেলাকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে স্বয়ম্ভুনাথ মন্দির পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মন্দির সড়কের দুপাশে শত শত বিভিন্ন পণ্যের দোকান বসেছে।

মেলা কমিটি সূত্রে জানা যায়, আজ (সোমবার) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ডের পর শুরু হবে শিবচতুর্দশী তিথি। এই তিথি থাকবে পরদিন মঙ্গলবার দিবাগত রাত একটা ৭ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত। এরপর অমাবস্যা শুরু হবে।

আরও পড়ুন: নতুন সাজে সীতাকুণ্ড—সোমবার শুরু লাখো পুণ্যার্থীর শিবচতুর্দশী মেলা

জানা গেছে, সীতাকুণ্ডের সংযুক্ত দুই পাহাড়ের চূড়ায় অবস্থিত বিরুপাক্ষ ও চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দির ১২শ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। প্রতিবছর ফাল্গুনের শিবচতুর্দশী তিথিতে দেশ-বিদেশের তীর্থযাত্রীরা ছুটে আসেন সীতাকুণ্ডের এ মেলায়। মেলা ছাড়াও সারাবছর দর্শনার্থী ও তীর্থযাত্রীদের আনাগোনায় মুখরিত থাকে বিরুপাক্ষ ও চন্দ্রনাথ মন্দির। এছাড়া মহাকাব্য রামায়ণ ও মহাভারতের পুণ্যস্মৃতি বিজরিত বিভিন্ন মঠ-মন্দির রয়েছে এখানে।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা আজ (সোমবার) থেকে শুরু হয়েছে। পুণ্যার্থীরা এখানে পুণ্যস্নান, তর্পণ, শ্রাদ্ধসহ বিভিন্ন মঠ-মন্দিরে পূজা-অর্চনা করবেন। পুণ্যার্থীদের সুবিধার্থে মেলায় প্রত্যেক আন্তঃনগর ট্টেন সীতাকুণ্ড স্টেশনে তিন মিনিট যাত্রা বিরতি করবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সবরকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় আসা তীর্থযাত্রীরা-আলোকিত চট্টগ্রাম

চন্দ্রনাথ ধাম স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, প্রতিবছর এই দিনে লাখ লাখ পুণ্যার্থীর পদভারে মুখরিত হয়ে উঠে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভোর থেকেই তীর্থযাত্রীর ঢল নেমেছে। বেলা যত গড়াবে ভক্তদের ভিড় ততই বাড়বে।

সীতাকুণ্ডে বাগেরহাট জেলা থেকে পরিবার নিয়ে আসা সাধন রায় আলোকিত চট্টগ্রামকে বলেন, শিবচতুর্দশী মেলায় প্রতিবছর পরিবারের সদস্যদের নিয়ে আসি। প্রতিবছর পরিবারের সবাই এই মেলার অপেক্ষায় থাকি। এখানে আসলে অনেক ভালো লাগে। তীর্থ শেষ করে সবাইকে নিয়ে পুনরায় ফিরব দেশের বাড়িতে।

আরও পড়ুন: জাতীয় পরিসংখ্যান দিবসে সীতাকুণ্ডে নানা আয়োজন

একই কথা জানালেন কুমিল্লার চাঁদপুর থেকে আসা রানী চক্রবর্তীও। তিনি বলেন, সীতাকুণ্ড পবিত্র স্থানগুলোর একটি। এখানে আসতে যতই কষ্ট হোক চন্দ্রনাথ মন্দির দর্শন শেষে সব কষ্ট ভুলে যায়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, মেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক চারশ পুলিশ সদস্য নিয়োজিত আছেন। এছাড়া পাঁচটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ওড়ানো হচ্ছে ড্রোন। ছয়টি পয়েন্টে অবস্থান করছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

মেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, শিবচতুর্দশী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!