সিটি করপোরেশনের অভিযানে ধরা খেল একে খান-অলংকার মোড়ের ৯ প্রতিষ্ঠান

নগরে রাস্তা-ফুটপাত ও নালার জায়গা দখল করে চলাচলে প্রতিবন্ধকতা এবং নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও পরিবেশনের দায়ে ৬ হোটেলসহ ৯ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) একে খান থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কে এ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা।

তিনি বলেন, আজ নগরের একে খান-অলংকার সড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় রাস্তা, ফুটপাত ও নালা দখল এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ৬ হোটেলসহ ৯ প্রতিষ্ঠানকে মামলাসহ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!