সাংবাদিকদের তথ্য না দিতে সিভিল সার্জনের ‘নিষেধাজ্ঞা’

সাংবাদিকদের কোনো ধরনের তথ্য আদান-প্রদান ও সরবরাহ করতে নিষেধ করেছেন ঢাকার সিভিল সার্জন।

করোনা পরিস্থিতিতে রোগীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য ও মন্তব্য সাংবাদিকের উপস্থাপন না করতে ঢাকা জেলার আওতাধীন সকল সরকারি হাসপাতালগুলোর প্রতি এ নির্দেশনা জারি করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ওই নির্দেশনায় করোনা পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত কোনো ধরনের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে রোগী সম্পর্কিত তথ্য ও মন্তব্য সরবরাহ না করতে অনুরোধ করা হয়।

সেই সঙ্গে কোনো তথ্য ও মন্তব্যের প্রয়োজন হলে সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় নির্দেশনায়।

রোগীর ছবি তোলা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের সামিল উল্লেখ করে নির্দেশনায় হাসপাতালে রোগীর ছবি তোলা ও ভিডিও ধারণ না করতে নির্দেশক্রমে অনুরোধও করা হয়।

করোনায় শুক্রবার সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় এ  ধরনের নির্দেশনা সঠিক সংবাদ উপস্থাপনে বাধা হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে জনগণ করোনাকালীন সঠিক তথ্য ও সংবাদ থেকে বঞ্চিত হবে। এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) উদ্বেগ প্রকাশ করেছে।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!