রেললাইনে হাঁটতে গিয়ে হঠাৎ শাটল ট্রেনের ধাক্কা তরুণীকে

নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় শাটল ট্রেনের ধাক্কায় একজন নারী (২২) আহত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) বিকেল ৩ টায় মোবাইলে কথা বলে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:  বারইয়ারহাটে ট্রেনের ছাদ থেকে পড়ে মুহূর্তেই লাশ যুবক—রক্তাক্ত কিশোর

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (রোববার) দুপুর আড়াইটার দিকে মোবাইলে কথা বলে রেল লাইনের ধারে হাঁটছিলেন ওই নারী। এ সময় চট্টগ্রাম বিশ্ববদ্যালয়গামী শাটল ট্রেন ষোলশহর স্টেশনে প্রবেশের সময় শেখ ফরিদ মাজারের সামনে হঠাৎ ধাক্কায় আহত হন ওই নারী।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ ষোলশহর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসএম জাহাঙ্গীর আলম বলেন, শেখ ফরিদ মাজরের সামনে রেললাইনের ধারে মোবাইলে কথা বলে হাঁটার সময় একজন নারী ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন বলে শুনেছি। তবে আমি ঘটনাস্থলে ছিলাম না।

সিএম/এসআর 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!