লোকসানে দিশেহারা বাটা

লোকসানে দিশেহারা হয়ে পড়েছে বহুজাতিক কোম্পানি বাটা সু’র ব্যবসা। মহামারি করোনাভাইরাসের প্রকোপে ধসে পড়েছে প্রতিষ্ঠানটির ব্যবসা। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে প্রায় একশ টাকা। এ কারণে লভ্যাংশেও ঘটেছে অবনতি।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের জন্য মাত্র ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর কখনো এত কম লভ্যাংশ কখনো ঘোষণা করেনি পুঁজিবাজারে যুক্ত হওয়া এ প্রতিষ্ঠানটি।

বুধবার (২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে লভ্যাংশ ও চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

আগামী ১২ জুন বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুন।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৯৬ টাকা ৯৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৭ টাকা ৯৪ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-মার্চ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে তিন টাকা ৫৮ পয়সা। আগের বছরের এই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় দুই টাকা সাত পয়সা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!