সুখবর—আরও ১ লাখ ৬ হাজার ডোজ টিকা আসছে আজ

ফাইজার-বায়োএনটেকের টিকায় এসেছে সুখবর। প্রথম চালানে এক লাখ ছয় হাজার ডোজ ভ্যাকসিন আজ সোমবার দেশে এসে পৌঁছাবে।

বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় ছয় কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. শামসুল হক জানান, আজ (সোমবার) ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান দেশে এসে পৌঁছাবে। প্রাথমিকভাবে এই ভ্যাকসিনগুলো রাজধানীতে সরকারি সংরক্ষণাগারে রাখা হবে। পরে ঠিক করা হবে এগুলো কাদের দেওয়া হবে।

বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর গত ২৭ মার্চ ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ।

বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পাওয়া চতুর্থ ভ্যাকসিন হলো ফাইজার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!