লকডাউন অমান্য করে জরিমানা গুনলো ১৩৬ জন

কঠোর লকডাউন অমান্য করে জরিমানা গুনেছে ১৩৬ জন। তাদের কাছ থেকে ৬৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) কক্সবাজারের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নজরদারি ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।

শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা, দোকান ছিল বন্ধ। ব্যারিকেড বসিয়ে বন্ধ রাখা হয়েছে রাস্তা। জরুরি সেবার কাজে নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় আনাসহ জনগণকে সতর্ক থাকতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। মামলা হয়েছে ১৩৬টি।

কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!