মাদারবাড়ির রায়হান ফুডস মিষ্টি বানায় নোংরা পরিবেশে

নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি ও কারখানার কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় রায়হান ফুডসের কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ফুটপাতে মালামাল রাখায় তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) নগরের মাদারবাড়ি যুগীচাঁদ মসজিদ লেইনে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্বে দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: ফুলকলির মিষ্টিতে মাছি, দইয়ে তেলাপোকা—কাঁধে উঠল অর্থদণ্ড

এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযান চালানো হয়। অভিযানে নগরের কদমতলী মোড় থেকে পশ্চিম মাদারবাড়ী সড়কের মাজার পর্যন্ত ফুটপাত ও রাস্তায় পুরাতন লোহার পাইপ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২৩ ব্যক্তির কাছ থেকে ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!