রাতে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল সকালে ফিরিয়ে দিল পুলিশ

নগরে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা মোটরসাইকেল ও নগদ টাকা।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নগরের আকবরশাহ থানাধীন কর্ণেল জোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ফেরদৌস মাহমুদ ইমন (২৪) ও সাদ্দাম হোসেন প্রকাশ জসিম (৩২)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর আলোকিত চট্টগ্রামকে বলেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে রাইড শেয়ারিং আপ পাঠাও-এর মোটরসাইকেল চালক আকতার উদ্দিন নগরের একেখান গেইটে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় এক যুবক ৮০ টাকা ভাড়ায় তাকে নিয়ে যায় আকবরশাহ্ থানাধীন কর্ণেল জোন্স রোডের ভেতর রেললাইনের পাশে নির্জন অন্ধকার স্থানে।

তিনি বলেন, রাত প্রায় ৩টার দিকে সেখানে পৌঁছে যাত্রী বেশে পাঠাও চালকে থাকা যুবক মোটরসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন তার সঙ্গে যুক্ত হয় অজ্ঞাত আরো ৩ যুবক। ছিনতাইকারীরা পাঠাও চালককে মারধর করে তার মোটরসাইকেল, মোবাইল সেট ও নগদ ৯৫০ টাকা ছিনিয়ে নেয়।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আজ সকালে আকবরশাহ্ থানায় মামলা মামলা করে। মামলার পরপরই অভিযান চালিয়ে আকবরশাহ্ থানাধীন কর্ণেল জোন্স রোড এলাকা থেকে দুছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো বলেন, ফেরদৌস মাহমুদ ইমনের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি, ছিনতাইয়ের চেষ্টা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে নগরের আকবরশাহ্ ও পাহাড়তলী থানায় ৭টি মামলা রয়েছে।

আরএন/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!