রাতের অভিযানে নগরের ৩ স্পট থেকে গ্রেপ্তার ৭ ডাকাত

নগরে ডাকাতি ও ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি টিপ ছোরা, ১৪টি মোবাইল সেট, ১টি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে দেওয়ানহাট, হালিশহর ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডবলমুরিং থানা পুলিশ।

আরও পড়ুন : ৪৮ ঘণ্টার অভিযানে গহীন জঙ্গলে মিলল হামিদ বাহিনীর অস্ত্র কারখানা

আটকরা হলেন- মো.বাবলু ওরফে বাবুল (২৭), মো. আনোয়ার হোসেন ওরফে সোহাগ (৩৫), মো. আব্দুল মতিন (৫০), মো. হাসান মাহমুদ (৪০), হামিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান ওরফে মো.সুমন (২৬) ও মো.রানা (৩০)।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেওয়ানহাট এলাকা থেকে তিন জনকে আটক করি। পরে হালিশহর ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আরও চার সদস্যকে আটক করি।

তিনি আরও বলেন, তারা মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে। পাশাপাশি নগরেও ছিনতাই করে থাকে। তাদের কাছ থেকে ৩টি টিপ ছোরা, ১৪টি মোবাইল সেট, ১টি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!