রাতের আঁধারে এলোপাতাড়ি কোপে রক্তাক্ত যুবলীগ নেতা

রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে যুবলীগ নেতা মো. তৌহিদুল ইসলামকে (২৮) এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১৫ নম্বর লালানগর ইউনিয়নের পেকুয়ারকুল এলাকার কুরকুমাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ছুরি চালাল সন্ত্রাসীরা—চান্দগাঁওয়ে শ্রমিক নেতা বখতিয়ারসহ রক্তাক্ত ৪

গুরুতর আহত তৌহিদ উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হালিমপুর এলাকার আবু তৈয়বের ছেলে। তিনি লালানগর ইউনিয়নের যুবলীগের প্রচার সম্পাদক।

ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. হারুন জানান, মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আলম শাহপাড়ায় দলীয় বর্ধিত সভা শেষে রাত সাড়ে ১০টার দিকে নানার বাড়িতে ফিরছিলেন তৌহিদ। কুরকুমাই ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা ৫-৬ জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তৌহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে আহত তৌহিদকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলায় তৌহিদের হাত-পা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম হয়েছে।

আরও পড়ুন: বড়উঠানে রাস্তার পাশে নারীর লাশ, মুখ—পা রক্তাক্ত

এদিকে এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ইনচার্জ ওসি মাহবুব মিল্কি আলোকিত চট্টগ্রামকে বলেন, হামলার বিষয়টি শুনেছি। ধারণা করছি পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!