যুবকের হারিয়ে যাওয়া স্যামসাং ফোন খুঁজে দিল পুলিশ

আমার গাড়ি নিরাপদ আ্যাপসের কল্যাণে অটোরিকশায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ।

মঙ্গলবার( ১০ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল গেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

মোবাইলের মালিক শফিকুল হক সরকার আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি আগ্রাবাদ এলাকা থেকে চমেক হাসপাতাল যাওয়ার জন্য অটোরিকশায় উঠি। গন্তব্যে পৌঁছানোর পর ভুলে আমার স্যামসাং মোবাইলটি অটোরিকশার সিটে ফেলে যাই।
সঙ্গে সঙ্গে বিষয়টি সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগকে জানালে তারা আমাকে আশ্বস্ত করে এবং অফিসে যেতে বলে। পরবর্তীতে টিআই জাহেদুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুঘণ্টার মধ্যে আমার মোবাইলটি ফিরিয়ে দেন।

যোগাযোগ করা হলে সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের (টিআই প্রশাসন) জাহেদুল ইসলাম বলেন, অটোরিকশায় মোবাইল হারিয়ে যাওয়ার পরপরই বিষয়টি আমাদের জানান শফিকুল হক সরকার। তার উঠার স্থান ও গন্তব্য স্থানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অটোরিকশা শনাক্ত করি। পরে ওই অটোরিকশা খুঁজে বের করে মোবাইল ফোনটি উদ্ধার করি।

রানা/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!