মিলবে ৯ স্পষ্টে: চট্টগ্রামে করোনার টিকা শুরু মঙ্গলবার থেকে

চট্টগ্রামে আগামী মঙ্গলবার থেকে আবারও করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে । নগরের ৯ কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

এবার করোনার টিকা নিতে ২৮টি ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারছেন ২৮ ধরনের নাগরিক। ৩৫ বছরের বেশিরাও রেজিস্ট্রেশন নিয়ে টিকা নিতে পারবেন।

টিকা দেওয়ার ৯ কেন্দ্রগুলো হচ্ছে-চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম মেটারনিটি হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, সাফা-মোতালেব মেটারনিটি হাসপাতাল, বন্দরটিলা মেটারনিটি হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), বিএনএস পতেঙ্গা এবং চট্টগ্রাম বিএএফ জহুর মেডিকেল স্কোয়াড্রন।

এদিকে রোববার (১১ জুলাই) সকালে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছায় করোনাভাইরাসের ১ লাখ ৮৪ হাজার টিকা। এর মধ্যে মডার্নার টিকা ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার ভ্যাকসিন। এর বাইরে অন্য সব জেলা ও উপজেলার মানুষ পাবে সিনোফার্মের ভ্যাকসিন

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!