মিরসরাইয়ে চাল পেল দেড় হাজার দুস্থ পরিবার

মিরসরাইয়ে অসহায় ও দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শামসুল আলম মাস্টার বাড়ির বড় ছেলে এম রিদোয়ান কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ চাল বিতরণ করা হয়। এসময় প্রতিজনকে দেওয়া হয় ৮ কেজি করে চাল।

বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চাল বিতরণ করা হয়।

এর আগে রিদোয়ান কবিরেরর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন: মিরসরাই ট্র্যাজেডি—আহতদের যন্ত্রণা দূর করতে লড়ছে হাটহাজারীর তরুণরা

চাল বিতরণ কার্যক্রমে মরহুম মো. রিদোয়ান কবির মিয়াসাবের বাবা, মাস্টার শামসুল আলম, মরহুমের স্ত্রী রাশেদা আক্তার মুন্নী, ছোট ভাই এমরান উদ্দিন, সাইফুল ইসলাম, আজিম উদ্দিনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ আগস্ট ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মো. রিদোয়ান কবির প্রকাশ মিয়া সাব। সেই থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এলাকার দুস্থ পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!