মহান স্বাধীনতা দিবসে ভুটানের রাজাকে নিয়ে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি—প্রধানমন্ত্রী

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ ঘোষণা আসে স্বাধীনতার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এবার ৫৪ বছরে পা দিল স্বাধীন বাংলাদেশ।

এদিকে স্বাধীনতা দিবসে রাজধানী ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও শ্রদ্ধা জানান।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা। সঙ্গে ছিলেন ভুটানের রানি জেৎসুন পেমা।

তাঁরা দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!