মডার্ণ জুট মিলসের মালিকদের খুঁজছে পুলিশ

৩৩ বছরেও ব্যাংকের ঋণের টাকা পরিশোধ না করায় মডার্ণ জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক একেএম নাজমুল হোসেন ও ৬ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন: আসামি ধরে এনে ‘চেহারা’ মিলাতে পারছে না, ‘বিকল্প’ পথ খুঁজছে পুলিশ

মামলার বাকি বিবাদীরা হলেন- মাহমুদর রহমান, একেএম নুরুল হোসেন, রোকেয়া হোসেন, এমএ সানা, মনোয়ারা হোসেন এবং রকা হোসেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, জনতা ব্যাংকের লালদীঘি শাখার ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ১৮২ টাকার ঋণ পরিশোধ না করায় মডার্ণ জুট মিলসের ৭ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে বিবাদীদের সময়ের আবেদন সন্তোষজনক না হওয়ায় বিচারক নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯০ সালে জনতা ব্যাংকের লালদীঘি শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেনি বিবাদীরা। এ ঘটনায় মামলার পর ২০০৩ সালের ১৪ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার দীর্ঘ ২০ বছর পরেও ঋণ পরিশোধ করা হয়নি। এছাড়া ২০২২ সালের ১৫ এপ্রিল সুদ মওকুফের পর ১২টি মাসিক কিস্তিতে ১ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৭৯২ টাকা পরিশোধ করার প্রতিশ্রুতিও ভঙ্গ করেন বিবাদীরা।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!