ভয়ঙ্কর কিশোর গ্যাং—চাঁদা নিতে গিয়ে ধরা খেল ৫ কিশোর

নগরের লালখানবাজার এলাকায় চাঁদা আদায়কালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে নগদ টাকা ও ছুরিসহ হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭।

আটকরা হলেন- মো. আরিফ হোসেন ওরফে লোকমান (২৭), মো. হৃদয় (২০) মো. শুকুর (২১) মো. আরিফ (১৯) ও মো. মীর হোসেন (১৯)।

আরও পড়ুন: কারাবন্দী কিশোর গ্যাং লিডার টিনু কাউন্সিলর—ইসির শঙ্কাপ্রকাশ

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার জানান, লালখানবাজার এলাকায় নির্মাণাধীন ভবন ও বাড়ি থেকে কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করার হুমকি-ধমকি দেয়। পরে শ্রমিকদের মারধর করে নির্মাণকাজ বন্ধ রাখে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ সাগে ৪৪ হাজার টাকা এবং মো. আরিফ হোসেনের কাছ থেকে ১টি ছুরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে বলে স্বীকার করে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!