ভেস্তে গেল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

ভেস্তে গেল দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ। ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে রোববার (৫ সেপ্টেম্বর) সকালে মাঠে নেমেছিল কোপা আমেরিকার এ দুই ফাইনালিস্ট।

শুধু ম্যাচই পণ্ড হয়নি, ম্যাচ চলাকালে চার আর্জেন্টাইন ফুটবলারকে আটক করতে মাঠে ঢুকে যান ব্রাজিলের স্বাস্থ্যকর্তারা! হঠাৎ করেই টাচলাইনের বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিল।

ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছিলেন, কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছে আর্জেন্টিনার চার ফুটবলার। তাই খেলাও বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে মাঠে বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে।

আরও পড়ুন: জয়রথ ছুটছে ব্রাজিলের, দুর্দান্ত আর্জেন্টিনা—রোববার মুখোমুখি

ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সি ‘আনভিসা’ বলছে, ‘এরকম পরিস্থিতি স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ। স্থানীয় স্বাস্থ্য সংস্থা নিয়ম বেধে দেওয়ার পরও যারা মানেনি তারা ব্রাজিলের সীমানার মধ্যে থাকতে পারবে না।’

আনভিসার এমন বক্তব্যের পর অবশেষে ম্যাচ বাতিল করা হয়েছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক টুইটে বিষয়টি নিশ্চিত করে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!