বিষাক্ত রঙে তৈরি খাবার আকর্ষণীয় লেভেলে বিক্রি হয় নামিদামি ব্র্যান্ডের দোকানে

বিষাক্ত কেমিক্যাল ও রঙ দিয়ে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় তৈরি করা হচ্ছিল বিভিন্ন বেকারি পণ্য। তৈরি শেষে এসব পণ্যে আকর্ষণীয় লেভেল লাগিয়ে স্বল্পমূল্যে পৌঁছে দেওয়া হতো উপজেলার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের দোকানে।

এমন নানা অভিযোগে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ্পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় আর রহমান বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কাচ্চি ডাইনের ‘বিরানী’তে বিষাক্ত কেমিক্যাল, কিচেনে নোংরা আবর্জনা

মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী বলেন, গোপন সংবাদে আর রহমান বেকারির কারখাানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই অফিসার মো. মুকুল মৃধা, মো. ইকবাল আহমদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!