বিশ্ব ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রামে নানা আয়োজন শুক্রবার

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগামীকাল (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে বের হবে বর্ণিল র‌্যালি। এছাড়া বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এসব আয়োজনে করেছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ।

এ প্রসঙ্গে সংগঠন সভাপতি ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. মো. কামরুজ্জামান পিটি বলেন, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। চট্টগ্রামেও আমরা নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালনের উদ্যোগ নিয়েছি। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো— অস্টিওআর্থ্র্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!