বিরিয়ানি নিয়ে সংঘর্ষে জড়াল আওয়ামী লীগের দুই পক্ষ, রক্তাক্ত ৩ জন হাসপাতালে

মহান বিজয় দিবসে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে নগরের খুলশীর আমবাগান বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমবাগান এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে টিটু চক্রবর্তী (২৩), রহমানের ছেলে বাবলু (২০) ও আতাউর রহমানের ছেলে মো. সুজন (২০)।

এদিকে এ ঘটনায় চারজনকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

আরও পড়ুন: আবার শাটল ট্রেনের সঙ্গে সংঘর্ষ—এবার দুমড়েমুচড়ে গেল অটোরিকশা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মো. হোসেন হিরনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বিজয় দিবসের শোভাযাত্রা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল। এ সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় তিনজন ছুরিকাঘাতে আহত হন।

যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (বৃহস্পতিবার) বিকালে খুলশীর আমবাগান বড় মসজিদ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!