শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ পাচারে ট্রলিম্যান, ধরা খেল হাতেনাতে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্বর্ণের বারসহ মো. ইসমাইল নামে সিভিল এভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিমানবন্দরের পার্কিং থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য আনুমানিক ৩২ লাখ টাকা।

আরও পড়ুন : কোটি টাকার স্বর্ণ বিমানে লুকিয়ে রেখে ধরা খেল শাহ আমানতে

জানা গেছে, আটক মো. ইসমাইল চলতি বছরের জানুয়ারি থেকে ক্যাজুয়াল নিয়োগে ট্রলিম্যান পদে বিমানবন্দরে কাজ শুরু করেন। তার গ্রামের বাড়ি হাটহাজারীর মীরের হাট।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর পার্কিং থেকে বিমানবন্দরের ভেতর স্বর্ণের বারগুলো নিয়ে আসেন মো. ইসমাইল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশি করেন এনএসআই ও এপিবিএনের সদস্যরা। এসময় চারটি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!