বাঁচল না সেই চালক

নগরে বিদ্যুতের তার ছিঁড়ে গুরুতর আহত হওয়া রিকশাচালক মারা গেছেন৷

রোববার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় অক্সিজেন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে পুড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করেছিল ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহত রিকশা চালকের নাম জাহেদ আলী (৩৮)। তার গ্রামের বাড়ির লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। অক্সিজেনের বালুছড়ার পাশে টেনারী বটতল এলাকায় শ্বশুরের সঙ্গে থাকতেন তিনি।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (রোববার) সকাল সাড়ে ১০টায় মনিরুজ্জামান নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত চালককে হাসপাতালে নিয়ে আসেন। ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক বিভাগে তাকে ভর্তি করা হয়। দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!