বঙ্গবন্ধু টানেলের কনস্ট্রাকশন ওয়্যার হাউজের গুদামে হঠাৎ আগুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কনস্ট্রাকশন ওয়্যার হাউজের গুদামে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তেমন ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন : মইজ্জারটেকে এস আলম কারখানায় আগুন

বিষয়টি নিশ্চিত করেন টানেলের নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং বঙ্গবন্ধু টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন।

টানেল কর্তৃপক্ষের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, বঙ্গবন্ধু টানেলের বাইরে আনোয়ারা প্রান্তে কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদামে দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। তাৎক্ষণিক নিজস্ব ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু কাঠ ও পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!