‘ফাঁদ’—আক্তারুজ্জামান ফ্লাইওভারে গাড়ি তুললেই ভয় পাচ্ছেন চালকরা

টানা বর্ষণে শুক্রবার (১৭ জুন) রাতে মুরাদপুরের জলাবদ্ধতায় আক্তারুজ্জামান ফ্লাইওভার ও এমএ হান্নান ফ্লাইওভারে বিশাল যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে আক্তারুজ্জামান ফ্লাইওভারের ডিভাইডার সরিয়ে ফাঁকা করা হয়। কিন্তু এসব ডিভাইডার এখনও ফ্লাইওভারের মাঝপথে পড়ে থাকায় যেকোনো সময়ে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

শনিবার (১৮ জুন) দুপুরে আক্তারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর থেকে উঠার অংশে রাস্তার মাঝে আড়াআড়িভাবে পড়ে আছে ডিভাইডার। যানবাহন চালকেরা ফ্লাইওভারে উঠার পথে হঠাৎ হকচকিয়ে যাচ্ছে। এতে মারাত্মক দুর্ঘটনার শঙ্কা করা হচ্ছে।

মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী মনোয়ার হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, স্পিড নিয়ে ফ্লাইওভারে উঠার সময় রাস্তার মাঝে হঠাৎ ডিভাইডার পড়ে থকতে দেখে ভয় পেয়েছিলাম। ছোট মেয়েটা থাকায় ভয়টা একটু বেশি লেগেছে। এতে হঠাৎ মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: ‘ওঁৎ পেতে ফাঁদ’—ফ্লাইওভারেই, দলবেঁধে ছিনতাই ওদের রুটিন ওয়ার্ক

বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে রাস্তার গার্ড পড়ে থাকতে দেখে ভয় পেয়েছি বলে জানান অটোরিকশা ড্রাইভার সৈয়দ আলম। তিনি বলেন, এভাবে রাস্তার মাঝে ডিভাইডার পড়ে থাকলে স্বভাবিকভাবে দুর্ঘটনার কবলে পড়বে যানবাহন। এটি দ্রুত না সরালে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফ্লাইওভারে উঠার সময় সবাই একটু গতি বেশি নিয়ে উঠে।

এ বিষয়ে জানাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এএইচ/আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!