আনোয়ারায় দিনদুপুরে যুবলীগ নেতার ওপর হামলা, ২ যুবক ধরা

আনোয়ারায় যুবলীগ নেতা মো. আলমগীরের ওপর হামলার ঘটনায় জড়িত ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নে উত্তর বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. নুর উদ্দিন প্রকাশ বাল্লা (৩০) ও মো. হেলাল (২৮)। তারা দুজন উত্তর বন্দর এলাকার বাসিন্দা।

আহত আলমগীর বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় মৃত আবদুল আউয়ালের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

আরও পড়ুন: ২ যুবলীগ কর্মীর ওপর হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ছুঁড়ল রকেট লঞ্চার

এর আগে গত রোববার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল ওমর আলী সওদাগরের দোকান এলাকায় মোটরসাইকেলে এসে আলমগীরের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হামলার ঘটনার পর একইদিন পশ্চিমচাল রশিদ ম্যানশনের নুর মোহাম্মদের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে উত্তর বন্দর এলাকার মৃত সোবহান বক্স ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের ছেলে মো. আকতারকে (৩৫) প্রধান আসামি করে মামলা করেন।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, যুবলীগ নেতা আলমগীরের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জিইউটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!