দুভালুক শাবক জড়িয়ে ছিল এক অপরকে, নিয়ে যাচ্ছিল যুবক

চকরিয়ায় বিপন্ন প্রজাতির দুটি ভালুকের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এসময় দীপক দাশ নামের এক যুবককে আটক করে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো.জসীম উদ্দিন চৌধুরী। এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে দীপককে আটক করা হয়।

আটক দীপক কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিগরপানখালী এলাকার মৃত সোনা রাম দাশের ছেলে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে চকরিয়া থানায় মামলা হয়েছে।

এদিকে উদ্ধার করা ভালুকের বাচ্চা দুটি কক্সবাজার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কোরান্টিন শেডে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো.জসীম উদ্দিন চৌধুরী বলেন, বিপন্ন প্রজাতির দুটি ভালুকের বাচ্চা পাচার করার খবরে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোরে চকরিয়া পৌরশহরের দিগরপানখালী থেকে দীপক দাশকে দুটি ভালুকের বাচ্চাসহ আটক করা হয়। আজ বিকালে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মাজহারুল ইসলাম বলেন, আজ সন্ধ্যার দিকে দুটি বিপন্ন প্রজাতির ভালুকের বাচ্চা পার্কে হস্তান্তর করেছে চকরিয়া থানা পুলিশ। বাচ্চা দুটি পার্কের হাসপাতালে রাখা হয়েছে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আলোকিত চট্টগ্রামকে বলেন, দুটি ভালুকের বাচ্চাসহ একজনকে থানায় হস্তান্তর করেছে জেলার বিশেষ শাখা পুলিশ।

ওসি আরও বলেন, এ ঘটনায় এসআই আবদুল হালিম বাদী হয়ে এজাহার জমা দিয়েছেন। এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!