নির্বাচনী আচরণবিধি পাত্তা দিচ্ছেন না পটিয়ার প্রার্থী মোতাহেরুল

নির্বাচনী আচরণবিধি পাত্তা দিচ্ছেন না পটিয়ার প্রার্থী মোতাহেরুল

দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর হঠাৎ নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন চট্টগ্রাম—১২ পটিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী।

তিনি ১ ডিসেম্বর বিকেলে পটিয়ার কোলাঁগাও ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন এবং জনসংযোগ চালান।

এ সময় তিনি এলাকার লোকজনের সঙ্গে কোলাকুলি করেন এবং নৌকা প্রতীকে ভোট চান।

এ বিষয়ে চট্টগ্রাম—১২ পটিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে তাঁর ব্যক্তিগত সহকারী পরিচয়ে মো. মহিউদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, মোতাহেরুল ইসলাম চৌধুরী কোনো জনসংযোগ কিংবা প্রচারণা চালাননি। উনি কোলাগাঁও ইউনিয়নে মেজবানে যাওয়ার সময় লোকজন স্লোগান ধরেন। তবে আমরা স্লোগান দিতে মানা করেছি।

তবে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেনের ফেসবুক পোস্টে মোতাহেরুল ইসলাম চৌধুরীর জনসংযোগের সত্যতা মিলেছে। তিনি ১ ডিসেম্বর, শুক্রবার জনসংযোগের কথা লিখে একাধিক ছবি ও ক্যাপশন দিয়ে নিজের ফেসবুকে কয়েকটি পোস্ট করেন।

কোলাগাঁও ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. নজরুল শুক্রবার রাত ৮টা ৪২ মিনিটে নিজের ফেসবুকে মোতাহেরুল ইসলাম চৌধুরীর জনসংযোগের কথা লিখে পোস্ট করেন।

এদিকে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০০৮ এর সংশোধনী ২০১৩ তে বলা হয়েছে, তফশিল ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর দিন না আসা পর্যন্ত কোনো ধরনের প্রচারণা কিংবা জনসংযোগ চালানো যাবে না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!