নকল বই ছাপিয়ে ধরা খেল আন্দরকিল্লার পাঠক বুকস

নকল বই ছাপিয়ে বিক্রির অপরাধে আন্দরকিল্লা পাঠক বুকসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুন) দুপুরে অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ এ জরিমানা করেন।

আরও পড়ুন: ধরা খেল জামান এক্সক্লুসিভ বিরানী হাউজ, কাঁধে উঠল লাখ টাকা দণ্ড

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো.ফয়েজ উল্ল্যাহ বলেন, পাঠক বুকস দ্য রয়েল সায়েন্টিফিক পাবলিকেশনের নবম-দশম ও একাদশ শ্রেণির একটি সহায়ক বই নকল ছাপিয়ে বিক্রি করছিল। এ অপরাধে পাঠক বুকসকে ১ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, নকল বইগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত বেশিরভাগ বইতে পেজমিসিং ও লেখা স্পষ্ট ছিল না। অরিজিনাল বইয়ের সাথে জব্দকৃত বইগুলোর অনেক পার্থক্য রয়েছে। এসব বই পড়ে ছাত্র-ছাত্রীরা ভালো কিছু শিখতে পারবে না।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!