ধসেপড়া পাহাড়ের মাটিচাপায় ঘুমন্ত শিশুসহ নিহত ৫

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় ৫ রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া পানিতে ডুবে মারা গেছে আরও এক রোহিঙ্গা। নিহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বালুখালী শরণার্থী ক্যাম্পে-১০ এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১০-এ পাহাড়ধসে ৫ জন নিহত হয়েছে। এ সময় পানিতে ডুবে আরও এক শিশু মারা গেছে। পাহাড়ধসে নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’

জানা যায়, মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে যায়। টানা বৃষ্টিতে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়ে।

প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো— কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নম্বর ক্যাম্প, টেকনাফের ২৬ নম্বর ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নম্বর ক্যাম্প, ২৭ নম্বর ক্যাম্প ও মধুছড়া ক্যাম্প।

উখিয়ার কুতুপালং ক্যাম্প-৫ এর জি-৪ ব্লকের হেড মাঝি শওকত উল্লাহ জানান, ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ক্যাম্পের বিভিন্ন ব্লকের রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!