দেওয়ানহাট—অলংকার সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবি

নগরের দেওয়ানহাট-অলংকার সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। ব্যস্ততম সড়কের এই অংশটিতে বেপরোয়া ভারী যানবাহন চলাচলের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. তারেক আহম্মেদের মাধ্যমে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

এলাকাবাসী জানান, ট্রাঙ্ক রোড নামে পরিচিত সড়কটিতে বর্তমানে ধারণ ক্ষমতার বেশি যানবাহন যাতায়াত করছে। ফলে সড়কটির দুপাশে জনবসতিপূর্ণ এলাকা, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, শিল্প কারখানা এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের লক্ষাধিক মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

আরও পড়ুন: প্রাইভেট কারের ভেতর গরু, পালিয়ে গেল চালক!

দেওয়ানহাট ওভার পাসের ডবলমুড়িং থানা থেকে বায়তুশ শরফ পর্যন্ত এলাকাটি চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাস্তার দুপাশে অসংখ্য কাভার্ডভ্যান এবং ট্রাকের অবৈধ পার্কিং পুরো এলাকাটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া লোকাল টেম্পো-অটোরিকশার ওভারটেকিংসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচলে ইতোমধ্যে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমেদ সাজীব, সাংবাদিক মো. সেলিম উল্লাহ, মমিনুল আলম শাহিন, মো. সাজ্জাদ আমিন, আবু জাহেদ, মো. আলমগীর, জাহেদুল আলম, আবদুল আজিম রিজভী, মো. রায়হান, মো. আজাদ, মো. শুভ, মো. আকরাম, মো. জুয়েল, মো. খুরশিদ, মো. ওমর শরীফ, মো. শাহীদুল আলম ও মো. শহীদুল ইসলাম।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!