ট্রেনে ঈদযাত্রা : যেদিন মিলবে যে টিকিট, পূর্ব—পশ্চিমে আলাদা সময়ে বিক্রি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ১১ এপ্রিল ঈদের দিন হিসাব করে শুরু হচ্ছে এই অগ্রিম টিকিট বিক্রি। রোববার (২৪ মার্চ) থেকে শুরু হওয়া ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত।

এদিকে ঈদযাত্রার কোনো টিকিট এবারও কাউন্টারে বিক্রি হবে না। শতভাগ টিকিট বিক্রি করা হবে অনলাইন প্ল্যাটফর্ম থেকেই। টিকিট সংগ্রহ করা যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে।

যেদিন যে টিকিট

আগামী ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ এবং ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট মিলবে ২৫ মার্চ। একইভাবে ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

পূর্ব-পশ্চিমে আলাদা সময়ে টিকিট বিক্রি

সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হবে আলাদা সময়ে। অনলাইনে সকাল ৮টা থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। আবার পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!