ছিনতাইয়ের সময় ফেলে যাওয়া ফোনে ধরা খেল ৪ ছিনতাইকারী

কক্সবাজারে বেড়াতে আসা এক পর্যটককে ছুরিকাঘাত ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে ক্যামেরা।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে পূর্ব কলাতলি চন্দ্রিমা মাঠ এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত সুপার রেজাউল করিম।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরিপাড়ার মো. ছৈয়দ করিমের ছেলে মো. ইয়াছিন (২১), শহরতলীর লারপাড়ার আবদুস শুক্করের ছেলে রুবেল (২০), রামু পানের ছরা মৌলভীপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহিম প্রকাশ সাগর (২০)।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘নতুন ফাঁদে’ ছিনতাই, পানিতে নেশা মিশিয়ে অটোরিকশা নিয়ে উধাও

এর আগে গত ২৩ আগস্ট ঘটনার দিন ইফতেখার হোসেন নাবিল (২৩) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ট্যুরিস্ট পুলিশ। তিনি শহরের তারাবনিয়া ছড়া এলাকার আলী হোসেনের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ঘটনার সময় ছিনতাইকারীরা ঘটনাস্থলে তাদের একটি মুঠোফোন ফেলে যায়। সেই মুঠোফোনের সূত্রধরে ছিনতাইকারী ইফতেখার হোসেন নাবিলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরও তিন ছিনতাইকারীকে আটক করা হয় এবং ছিনতাই হওয়া ক্যামেরাটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!