মৌলভী পুকুরপাড়ের মা ব্যাটারি হাউসে চোরাই মোবাইল বেচে ২ যুবক

নগরে বিভিন্ন ব্রান্ডের ১৫টি চোরাই মোবাইলসহ চোরচক্রের দুসদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় মা ব্যাটারি হাউস নামের একটি দোকান তাদের আটক করা হয়।

আরও পড়ুন: মিয়ানমার থেকে আনা বিয়ারের চালানসহ ২ যুবক ধরা পতেঙ্গায়

আটকরা হলেন- চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিনহাজুল ইসলাম (৩২) ও নগরের চান্দগাঁওয়ের মৌলভী বাড়ির আব্দুল সবুরের ছেলে মো. জয়নাল আবেদিন (৩৮)।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, আটকরা বিভিন্ন জেলা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে পরিবহন যোগে চট্টগ্রাম শহরে নিয়ে আসতো। পরে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করতো। এর ফলে মোবাইলের মূল মালিকানা যাচাই অনেকটা কঠিন হয়ে যায়।

উপপুলিশ কমিশনার আরও বলেন, আটকদের বিরুদ্ধে চন্দাগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!