চাল নিয়ে চালবাজি—হানা দিলেন ম্যাজিস্ট্রেট, চালের আড়ত সিলগালা

চট্টগ্রামে অতিরিক্ত চাল মজুত করে দাম বাড়ানোর অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় লাইসেন্স না থাকায় এক প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে।

বুধবার (১ জুন) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালতে অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। নগরের পাহাড়তলী চালের বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাল মজুত ও দাম বাড়ানোর অপরাধে মেসার্স বাগদাদ ট্রেডিংকে ২০ হাজার টাকা, মেসার্স শাহজালাল স্টোরকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ হাজার টাকা ও মেসার্স রাইচ হাউজকে ১ হাজার টাকাসহ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: ১৫২ টাকা লিটারের সয়াবিন তেল ১৮০ টাকা, হালিশহরে দোকান সিলগালা

এছাড়া ফুড গ্রেইন লাইসেন্স না থাকায় আমেনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত পরিমাণ চাল মজুত রেখে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই চার প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়া লাইসেন্সে দেখাতে না পারার কারণে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

অভিযানে জেলা খাদ্য অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহায়তা করে।

আইজেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!