চট্টগ্রামে কলেজ শিক্ষক থেকে চাঁদা খেয়ে ধরা খেল ৩ যুবক

হাটহাজারীতে চাঁদা আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাটহাজারী উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. ফোরকান ওরফে শুক্কুর (৩৪), ময়মনসিংহ জেলার দুর্গাপুরের নজিরপুরের আব্দুল মোতালেবের ছেলে মো. রাশেদ (২২) ও হাটহাজারী উপজেলার মাটিয়া মসজিদ এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. আসিফ (১৯)।

আরও পড়ুন: চাঁদাবাজি মারধরে আতঙ্ক ছড়াচ্ছে ইমরান—অহিদুল্লাহ মেম্বার, বাঁশখালীর নৌযান শ্রমিকরা জিম্মি

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, প্রভাষক মো. ইয়াছিনের গ্রামের বাড়িতে ঘর নির্মাণের কাজ চলছে। এসময় এলাকার চিহ্নিত চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ইয়াছিনের কাছ থেকে চাঁদা দাবি করে এবং না দিলে কাজ বন্ধের হুমকি দেয়। পরে তিনি বাধ্য হয়ে ফোরকানকে ১০ হাজার টাকা চাঁদা দেন। এরপর ১০ অক্টোবর বিকেলে ইয়াছিনের বাড়ির সামনে দুটি বালিভর্তি ট্রাক পৌঁছলে ফোরকান ও তার সহযোগীরা আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ইয়াছিন বিষয়টি লিখিতভাবে র‌্যাবকে জানায়।

তিনি আরও বলেন, অভিযোগের পর গোপন তথ্যে আজ (মঙ্গলবার) ভোরে অভিযান চালিয়ে ফোরকানসহ তিনজনকে আটক করা হয়। আটক ফোরকানের বিরুদ্ধে হাটহাজারী থানায় দুটি অস্ত্র, চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!