চসিকের অভিযানে এবার ধরা খেল আওসাফ অয়েল—হোটেল ডিলাইট

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে তেল উৎপাদন করার অপরাধে আওসাফ অয়েল মিলকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে হোটেল ডিলাইটকেও।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নগরের রাজাখালী ও সদরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: অভিযানের খবর পেয়ে পালাল ৮ হাজার মিটার জাল ফেলে

চসিক জানায়, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে তেল উৎপাদন করার অপরাধে রাজাখালীর মেসার্স আওসাফ অয়েল মিলকে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নোংরা পরিবেশের জন্য সদরঘাটের হোটেল ডিলাইটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই অভিযানে নগরের ফিরিঙ্গীবাজারে ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!